ঢোলাহাট থানায় পিটিয়ে খুন, দোষী পুলিশদের শাস্তি দাবি সিপিডিআরএস-এর

 দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানায় এক যুবককে সম্প্রতি পিটিয়ে হত্যা করা হয়। ৩ জুলাই রাত সাড়ে বারোটায় কোনও অভিযোগ ছাড়াই আবু সিদ্দিকি হালদার ও তার কাকা মহসিন হালদারকে তুলে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগ, সে দিন পুলিশ আবু সিদ্দিকি হালদারের উপর নৃশংস অত্যাচার করে। পরদিন আদালতে জামিন পেলেও ভয়ঙ্কর আহত ওই যুবকের দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না। এই অবস্থায় বেশ কয়েকটি সরকারি হাসপাতাল ঘুরে পরিজনরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ভর্তির ১২ ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর জেলা সম্পাদক জ্ঞানতোষ প্রামাণিকের নেতৃত্বে চার সদস্যের অনুসন্ধানকারী দল সেখানে যান। পুলিশ লক-আপে আবু সিদ্দিকির উপর বীভৎস অত্যাচারের তীব্র নিন্দা করে দোষী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট পাঠালে কমিশন এই ঘটনাকে একটি কেস হিসাবে নথিভুক্ত করে।

সিপিডিআরএস-এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাক ১১ জুলাই এক বিবৃতিতে বলেন, দেশে নতুন ফৌজদারি আইনের বলি এই যুবক আবু সিদ্দিকি হালদার। এই আইনে কোনও অভিযোগ ছাড়াই যে কাউকে, যে কোনও সময় থানায় তুলে নিয়ে যাওয়ার অধিকার পুলিশকে দেওয়া হয়েছে। এক সময় যে সব ক্ষেত্রে পুলিশকে বেআইনি কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হত, সেই সমস্ত বেআইনি কাজগুলিকে আইনি বৈধতা দেওয়া হয়েছে নতুন আইনে।