বেশ কয়েক বছরের মতো এবারও হাওড়া জেলায় ডোমজুড় বইমেলায় ২৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পার্টির পক্ষ থেকে সুসজ্জিত বুকস্টল হয়। এবার ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী ও সাধারণ মানুষ যেভাবে স্টলে এসে বই কিনেছেন ও মতামত ব্যক্ত করেছেন তা খুবই লক্ষণীয়। একজন যুবক এসে চারটি বই নিয়ে বললেন, আগের বার ‘ছাত্র জীবনে রাজনীতি করা উচিত কি না’ বইটি কিনে পড়েছিলাম। ভাল লেগেছে, তাই এবারও এলাম। এক মহিলা কমরেড শিবদাস ঘোষের ‘মার্কসবাদ প্রসঙ্গে’ বইটি সংগ্রহ করে বললেন, আমাদের পার্টির (সিপিএম) তো এই ধরনের বই নেই। বুকস্টলের অভিজ্ঞতা বলছে, দলের প্রতি সাধারণ মানুষ ও অন্যান্য দলের কর্মী-সমর্থকদের আগ্রহ ও আকর্ষণ ক্রমাগত বাড়ছে। অনেকেই যোগাযোগ করার জন্য ফোন নম্বর ও ঠিকানা দিয়ে গেছেন।