Breaking News

ডেঙ্গু মোকাবিলার দাবিতে বরানগর পৌরসভায় বিক্ষোভ

বরানগর পৌরসভার ৩৪টি ওয়ার্ডেই ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া। এর প্রতিকারের দাবিতে এস ইউ সি আই (সি)-র বরানগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ১৬ নভেম্বর পৌরসভায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ সভায় দলের আঞ্চলিক কমিটির সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, বিজ্ঞান, প্রযুক্তি আর চিকিৎসাবিজ্ঞানে এত উন্নতির যুগেও মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভা ব্যর্থ হয়েছে। প্রতি বছরই এই সময় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে, এটা জানা সত্ত্বেও পৌরসভা আগাম ব্যবস্থা নেয়নি। অবিলম্বে পুরসভা জুড়ে লার্ভা দমনকারী স্প্রে বাড়াতে হবে, স্কুল-কলেজগুলোকে ডেঙ্গু-ম্যালেরিয়া মশামুক্ত করতে এখনই পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে স্থানীয় ক্লাব প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে।

সম্পাদকের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করে এবং দাবিপত্র তাঁর হাতে তুলে দেয়।