মেডিকেল সার্ভিস সেন্টার এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির নেতৃত্বে ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং মশা নিয়ন্ত্রণ, হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন, যথাযথ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার দাবিতে ১৬ আগস্ট নদিয়ার কল্যাণী স্টেশন থেকে মিউনিসিপ্যালিটি পর্যন্ত প্রচার কর্মসূচি হয়। এর পর কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি গেটে চিকিৎসক, ছাত্র, সাধারণ মানুষ অবস্থান বিক্ষোভে সামিল হন। ৫ জনের একটি প্রতিনিধিদল হাসপাতালের সুপারকে ডেপুটেশন দেয়। সুপার দাবিগুলির যথার্থতা স্বীকার করে তা পূরণের আশ্বাস দেন।