দুষ্কৃতী তালিকায় শহিদ ক্ষুদিরামের ছবি
ডিএসও-র আন্দোলনের চাপে নতিস্বীকার জি-৫ কর্তৃপক্ষের
জি-৫ অরিজিন্যাল ওয়েব প্লাটফর্মে ‘অভয় ২’ নামের একটি ওয়েব সিরিজের এক দৃশ্যে দেখা গেল পুলিশ চৌকির নোটিশ বোর্ডে দুষ্কৃতীদের ছবির সঙ্গে দেওয়া হয়েছে শহিদ ক্ষুদিরামের ছবি। ঘটনা নজরে আসতেই প্রতিবাদ জানায় এআইডিএসও। ১৭ আগস্ট রাজ্যজুড়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিক্ষোভ সংগঠিত হয়। সর্বত্রই এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রীদের সঙ্গে বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ। জলপাইগিুতে পুলিশ বিক্ষোভকারীদের হেনস্থা করে। গ্রেপ্তার হন ৮ জন। পশ্চিম মেদিনীপুরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এবং কলকাতার পার্ক স্ট্রিট মোড়ে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের় রাজ্য সম্পাদক এবং রাজ্য সভাপতি। তাঁরা বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী কিশোর শহিদ ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চে আত্মবলিদান, তাঁর আত্মমর্যাদাবোধ, সুতীব্র দেশপ্রেম এ দেশের স্বাধীনতা আন্দোলনে একটা নতুন বিপ্লবী ধারার সূত্রপাত ঘটিয়েছিল। সমগ্র দেশকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছিল শহিদ ক্ষুদিরামের জীবনসংগ্রাম। সেই সময় ব্রিটিশ সরকার চেয়েছিল ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করে তাঁর মহান চরিত্রকে কালিমালিপ্ত করতে। স্বাধীনতার পরেও বারবার সেই অপচেষ্টা চলেছে। জি-৫ ওয়েব প্লাটফর্মেও সেই অপচেষ্টার পুনরাবৃত্তি দেখা গেল। এই ঘটনার তীব্র ধিক্কার জানান তাঁরা।
এআইডিএসও-র পক্ষ থেকেই সর্বপ্রথম জি-৫ কর্তৃপক্ষের কাছে প্রতিবাদপত্র পাঠিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়। রাজ্য জুড়ে তীব্র আন্দোলনের চাপে কর্তৃপক্ষ ভুল স্বীকার করেন ও ছবিটি সরিয়ে নেন। সংগঠন দাবি করেছে, শুধু ভুল স্বীকার নয়, ওয়েব সিরিজের ওই অংশ অবিলম্বে বাদ দিতে হবে ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ক্ষুদিরাম বসু সহ স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবীদের সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়কে কালিমালিপ্ত করার অপচেষ্টা শাসকের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই চলছে। এর বিরুদ্ধে সর্বস্তরের সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়।