70 year 27 Issue, 23 Feb 2018
দক্ষিণ শহরতলির এক বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের সংক্রমণের জন্য হাজার হাজার মানুষকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়৷ চলে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার৷ মেয়র সহ কর্পোরেশনের অন্যান্য আধিকারীকরা জলের সংক্রমণের বিষয়টি অস্বীকার করেন৷
মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ১৩ ফেব্রুয়ারি কসবা এলাকার নোনাডাঙায় সারা বাংলা পরিচারিকা সমিতির আঞ্চলিক কমিটি এবং দলের কর্মীদের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়৷ ২৯০ জন রোগীকে চেক আপ করা ও ওষুধপত্র দেওয়া হয়৷ ক্যাম্প চালানোর ক্ষেত্রে এলাকার যুবকরা সমস্ত সাহায্য করেছেন৷ পরদিন যাদবপুরে আক্রান্ত মানুষদের চিকিৎসা করা হয়৷ সেখানেও কয়েক শত মানুষকে ওষুধ দেওয়া হয়৷ মেডিকেল টিমে চিকিৎসকরা ছাড়াও মেডিকেল ছাত্ররা ছিলেন৷