এআইএমএসএস-এর প্রথম ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা মহিলা সম্মেলন অনুষ্ঠিত হল ২৯ সেপ্টেম্বর। দক্ষিণ ২৪ পরগণার লক্ষীকান্তপুর স্টেশনে সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড কল্পনা দত্তের পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সেখান থেকে মহিলারা বিজয়গঞ্জ বাজার পর্যন্ত মিছিল করেন। দুই শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী কমরেড সুজাতা ব্যানার্জী ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মাধবী প্রামাণিক।
নারী নির্যাতন-খুন-ধর্ষণ এবং মদের প্রসার ও অশ্লীল বিজ্ঞাপন বন্ধ করা, বিলকিস বানোর গণধর্ষণকারী ১১ দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা, ইরান সরকারের নারী স্বাধীনতায় বাধা না দেওয়া ইত্যাদি দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সম্মেলন থেকে সুলেখা খামারু এবং মনোরমা হালদারকে যথাক্রমে সভানেত্রী ও সম্পাদক করে ১৪ জনের জেলা কমিটি ও ৩১ জনের জেলা কাউন্সিল গঠিত হয়।