Breaking News

ডাক্তারি ছাত্রীর নৃশংস হত্যা বিচারবিভাগীয় তদন্ত দাবি এসইউসিআই(সি)-র

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ আগস্ট এক বিবৃতিতে বলেন, আমরা এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত ও মর্মাহত। অভিযোগ– ছাত্রীটিকে গত রাতে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে পাশবিকভাবে নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতার বুকে নামকরা একটি সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা ডাক্তারের উপর ঘটে যাওয়া এ ধরনের নৃশংস ঘটনাকে নিন্দা জানানোর কোনও ভাষা আমাদের জানা নেই। ন্যক্কারজনক ঘটনা হল, হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম থেকেই সচেষ্ট হয়ে উঠেছে এবং তারা লোক-দেখানো একটি তদন্ত কমিটি তৈরি করে ছাত্র-ছাত্রী ও ডাক্তারদের বিক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আগামীকাল ১০ আগস্ট রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের আহ্বান জানাচ্ছি।

আমাদের দাবি– ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম করতে হবে এবং পোস্টমর্টেমের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে, ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ও বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে, হাসপাতালে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।