সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাসের অন্যায় ও অগণতান্ত্রিক বদলির প্রতিবাদে ফোরামের পক্ষ থেকে ১৯ জুন ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল–এ আপিল করা হয়েছিল৷ সমস্ত বিষয় বিস্তারিতভাবে শোনার পর জাস্টিস রণজিৎ কুমার বাগ এবং ডাঃ সুবেশ দাশ এক রায়ে বলেন, ‘‘ডাক্তার সজল বিশ্বাসের বদলির নির্দেশটি ৪ সপ্তাহের জন্য সাসপেন্ড করা হল এবং ডিপার্টমেন্ট অফ এইচ অ্যান্ড এফ ডব্লিউ–এর প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি যেন এই সময়ের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে বদলির নির্দেশিকাটি পুনর্বিবেচনা করেন৷’’
এই রায়ের পরিপ্রেক্ষিতে সার্ভিস ডক্টর্স ফোরামের সভাপতি ডাঃ প্রদীপ ব্যানার্জী বলেন, ‘‘এই রায়ে প্রমাণ হল স্বাস্থ্য দপ্তর উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাঃ সজল বিশ্বাসকে বদলি করেছে৷ এর মধ্য দিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক এবং রোগীদের স্বার্থে যে সব আন্দোলন চলছে তাকে অবদমিত করার জন্যই এই বদলির নির্দেশ দেওয়া হয়েছিল৷ এই রায় আমাদের নৈতিক জয়৷’’
সংগঠনের সহ সভাপতি ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘‘এই রায়ে গণতন্ত্রেরই জয় হল৷ আমরা একে স্বাগত জানাচ্ছি৷ ডাঃ সজল বিশ্বাসের বদলির মধ্য দিয়ে ডাক্তারদের সংগঠন করার অধিকারকেই খর্ব করা হচ্ছিল৷’’
(৭০ বর্ষ ৪৫ সংখ্যা ২৯ জুন, ২০১৮)