Breaking News

ডাঃ কাফিল খানের নাম অপরাধী তালিকায়, প্রতিবাদ চিকিৎসক-সমাজকর্মীদের


কৃষক আন্দোলনের সমর্থনে এবং উত্তরপ্রদেশে মানবদরদী চিকিৎসক ডাক্তার কাফিল খানের নাম অপরাধী তালিকায় ঢোকানোর প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারি নাগরিক কনভেনশনের ডাক দিয়েছিল মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার। কনভেনশনে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সাধারণ সম্পাদক ডাঃ বিজ্ঞান বেরা, সহসভাপতি ডাঃ তরুণ মণ্ডল। বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী, সিপিডিআরএসের রাজ্য কমিটির সদস্য রাজকুমার বসাক সহ বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা সরকারের ফ্যাসিবাদী পদক্ষেপের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের আহ্বান জানান।