টেট আন্দোলনকারীদের উপর আবার পুলিশি বর্বরতা, ধিক্কার এসইউসিআই (সি)-র


রবীন্দ্র সদন ও ক্যামাক স্ট্রিটে ৯ নভেম্বর টেট পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশি বর্বরতাকে ধিক্কার জানিয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১০ নভেম্বর এক বিবৃতিতে বলেন, ২০১৪-তে প্রাথমিকে টেট-উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা দীর্ঘ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নিয়োগের দাবিতে। আজ তাঁরা যখন রবীন্দ্র সদন ও ক্যামাক স্ট্রিটে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন পুলিশ তাদের উপর আক্রমণ করে। একজন মহিলা বিক্ষোভকারীর হাতে পুলিশ কর্মীর কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বহু বিক্ষোভকারী বিক্ষোভস্থলেই জ্ঞান হারান। একজনের মাথা ফেটে যায়।
পুলিশের এই আক্রমণকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের দাবি– ১) ২০১৪ ও ২০১৭-র টেট উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা দিতে বাধ্য করা চলবে না। ২) ২০১৪-র উত্তীর্ণ প্রার্থীদের ওই সময়ে ঘোষিত শূন্যপদের ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে আগে নিয়োগ করতে হবে। ৩) ২০১৭-র উত্তীর্ণদের ২০১৭ সালে ঘোষিত শূন্যপদের ভিত্তিতে একই প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে। ৪) এই দুই নিয়োগ প্রক্রিয়া যতদিন সম্পূর্ণ না হচ্ছে ততদিন ওই প্যানেলের মেয়াদ শেষ করা চলবে না। ৫) নিয়োগ সংক্রান্ত এই জটিলতা কাটাতে হাইকোর্টের হস্তক্ষেপ চাই। তিনি বলেন, আমাদের আরও দাবি, এই নতুন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার সার্বিক প্রচেষ্টা গ্রহণ করতে হবে।