শিয়ালদা-বজবজ শাখায় ট্রেনের সংখ্যা বাড়ানো, টালিগঞ্জ স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার উপযুক্ত সাবওয়ে সঠিক ভাবে নির্মাণ, এক নম্বর প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি প্রভৃতি দাবিতে টালিগঞ্জ, লেক গার্ডেনস ও নিউ আলিপুর স্টেশন আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়া হয় ১৪ জানুয়ারি। নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে এই দাবিতে সাত দিন ধরে স্বাক্ষর সংগ্রহ চলে। হাজার হাজার মানুষ দাবিপত্রে স্বাক্ষর দেন। সমস্ত স্টেশনের আধিকারিক ও স্টাফরা এই আন্দোলনে সমর্থন জানান। আন্দোলনের চাপে কর্তৃপক্ষ তিনটি ট্রেন বাড়াতে বাধ্য হন। ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন প্রবীর বাগচী, সুস্মিতা পণ্ডা, তারাপদ মাইতি, নির্মল ঘোষ ও দিলীপ হালদার।