70 Year 32 Issue 30 March 2018
কয়লার দাম কমেছে ৪০ শতাংশ, জিএসটি কমেছে ৭ শতাংশ, কারিগরি ও বাণিজ্যিক ক্ষতি কমেছে ২ শতাংশ৷ এমন অবস্থায় বিদ্যুৎ মাশুল ৫০ শতাংশ কমানো, জঙ্গলমহলে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল সংশোধন না করা পর্যন্ত লাইন কাটা বন্ধ করা, বকেয়া বিদ্যুৎ বিলের সঙ্গে চড়া সুদে এলপিএসসি এবং ফাইনের নামে মোটা টাকা আদায় বন্ধ করা, গ্রাহকদের সুবিধার্থে কমপক্ষে ১২টি কিস্তিতে বকেয়া টাকা পরিশোধ করার সুযোগ দেওয়া, গৃহস্থ ও ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের বকেয়া এলপিএসসি মকুব করা ইত্যাদি দাবিতে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে ২৩ মার্চ পাঁচ শতাধিক বিদ্যুৎ গ্রাহকের একটি প্রতিবাদ মিছিল ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে৷ মিছিল শেষে প্রতিবাদীরা ঝাড়গ্রাম ডিভিশনাল ম্যানেজারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং সাত দফা দাবিতে স্মরকলিপি প্রদান করে৷ ডিভিশনাল ম্যানেজার বকেয়া বিলের সঙ্গে যুক্ত এলপিএসসি মকুবের আশ্বাস দেন৷ ত্রুটিপূর্ণ বিল নিয়ে গ্রাহকরা আবেদন করলেই তা কমানো হবে এবং যে সমস্ত গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলি চালু করার প্রতিশ্রুতি দেন৷