ঝাড়খণ্ডের সরাইকেলা খারসাওয়াঁ জেলার চাণ্ডিল গোলচক্করে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করা হয়েছিল৷ সে মূর্তি ভেঙে দেয় একদল দুষ্কৃতী৷
ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির উপর এহেন ন্যক্কারজনক আক্রমণের প্রতিবাদে গর্জে ওঠেন ঝাড়খণ্ডের ছাত্র–যুব–মহিলা সহ সর্বস্তরের মানুষ৷ অভিযোগ, আরএসএসের মদতে এই জঘন্য ঘটনা ঘটেছে৷ আরএসএস ব্রিটিশবিরোধী আন্দোলনকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়ে তার বিরুদ্ধতা করেছে বারবার৷ ক্ষুদিরামের স্মৃতি, রামমোহনের চিন্তাধারা, বিদ্যাসাগরের কর্মকাণ্ড তাদের কাছে অসহ্য৷ এই জঘন্য ঘটনার প্রতিবাদে ৩০ আগস্ট অল ইন্ডিয়া ডি এস ও জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখায়৷ আন্দোলনের চাপে জেলাশাসক দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার এবং মূর্তি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন৷