ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা কলেজে ২০২১-‘২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ৭০ জন ছাত্র পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশন ফি জমা দেয়। কিন্তু পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিতে গিয়ে ছাত্ররা দেখে তাদের নাম নথিভুক্তই হয়নি। ক্ষুব্ধ ছাত্ররা এআইডিএসও-র নেতৃত্বে টানা দু’মাস কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, স্থানীয় বিধায়ক এবং মন্ত্রীর দরবারে আন্দোলন সংগঠিত করেন। দাবি আদায় না হওয়ায় এআইডিএসও কলেজ ইউনিট অনির্দিষ্টকালের জন্য অনশনের ডাক দেয়। ২ দিন অনশন চলার পর ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে এসডিও-র হস্তক্ষেপে কলেজ কর্তৃপক্ষ দাবি মেনে নিতে বাধ্য হন। নেতৃত্ব দেন কলেজ কমিটির সম্পাদক সুবোধ কুমার মহালি।