ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ বিরসা মুণ্ডার জন্মদিবস ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় পালন করল এআইডিএসও৷ রাজ্যের পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম, সরায়কেলা খরসাওয়াঁ, বোকারো, রাঁচি সহ অন্যান্য জেলায় বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান, সভা, ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়৷
পূর্ব সিংভূমের জামশেদপুরে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করেন সংগঠনে রাজ্য সভাপতি সমর মাহাতো৷ এই জেলারই পোটকায় বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে সংগঠনের মানপুর গ্রাম কমিটি গঠিত হয়৷ পশ্চিম সিংভূমের চাইবাসায় মূর্তিতে মাল্যদানের পাশাপাশি সভা হয়৷ ছাত্রছাত্রীদের নিয়ে স্পোটর্স কমিটি তৈরি হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয় শিশু–কিশোররা৷ সরায়কেলা খরসাওয়াঁতে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করা হয়৷ বোকারোর চন্দনকিয়ারীতে অনুষ্ঠানে বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সামসুল আলম৷ উপস্থিত ছিলেন এআইডিএসও–র রাজ্য সম্পাদক সোহন মাহাতো৷