শিক্ষক আন্দোলনে উত্তাল ঝাড়খণ্ড৷ ১৫ নভেম্বর রাজ্যের প্রতিষ্ঠা দিবসে প্যারাটিচাররা তাঁদের নানা দাবিতে মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে কালো পতাকা দেখালে বিজেপি সরকারের পুলিশ তাঁদের উপর নৃশংস হামলা চালায়৷ পুরুষ–নারী নির্বিশেষে শত শত শিক্ষক রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন৷ ২৮০ জন শিক্ষককে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যাওয়া হয়৷ তাঁদের বিরুদ্ধে হত্যার চেষ্টা সহ নানা মারাত্মক মিথ্যা অভিযোগে মামলা রুজু করা হয়৷ শত শত শিক্ষককে বরখাস্ত করা হয়৷ এসবের প্রতিবাদে রাজ্যের ৬৭ হাজার প্যারাটিচার ব্যাপক আন্দোলন শুরু করেন৷ গত দেড় মাস ধরে তাঁরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন৷ এরই মধ্যে রাজ্যের বিজেপি সরকার ৫ হাজার স্কুল বন্ধের নোটিশ দেয়৷ বিক্ষোভে ফেটে পড়ে ঝাড়খণ্ডের সমস্ত স্তরের মোনুষ৷ শিক্ষক আন্দোলনের পাশাপাশি শিক্ষার অন্যান্য দাবিতেও বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে ঝাড়খণ্ডে৷ এস ইউ সি আই (সি) এবং তার গণসংগঠনগুলি প্রথম থেকেই এই আন্দোলনের সামনের সারিতে রয়েছে৷