Breaking News

ঝাড়খণ্ডে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের আন্দোলনের জয়

পটমদা

ঝাড়খণ্ডের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা ১১ দফা দাবিতে ১ আগস্ট থেকে ‘ঝাড়খণ্ড অঙ্গনওয়াড়ি কর্মচারী অ্যাসোসিয়েশন’-এর নেতৃত্বে পূর্ব সিংভূম জেলার বিভিন্ন অঞ্চলে অনির্দিষ্টকালীন ধরনায় বসেন।

১১ সেপ্টেম্বর জেলা সমাজ কল্যাণ আধিকারিক(ডিএসডব্লিউ)-এর কাছে ডেপুটেশন দেন তাঁরা। তিনি প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত বিষয়গুলি বাদ দিয়ে বাকি দাবিগুলি পূরণের প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ, গ্যাস সিলিন্ডার সংক্রান্ত সমস্যার সমাধান, বকেয়া টাকা মেটানো, সাইকেল দেওয়া সহ নানা বিষয়। বাকি দাবিগুলি পূরণে অ্যাসোসিয়েশন লাগাতার আন্দোলন চালিয়ে যাবে– এই শপথ নিয়ে ১৫ সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি কর্মীরা ধরনা প্রত্যাহার করেন।

আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সংগঠনের সভানেত্রী পুষ্পা মাহাতো, সম্পাদক লক্ষ্মী পাতর, শারদা ভগত, ভানুমতি মাহাতো, ছায়া মাহাতো এবং স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য ইনচার্জ লিলি দাস সহ বহু অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা।

চাকুলিয়া