যুব সংগঠন এ আই ডি ওয়াই ও–র ৫৪তম প্রতিষ্ঠা দিবস ২৬ জুন উপলক্ষে ৭ জুলাই সংগঠনের কলকাতা জেলা কমিটির উদ্যোগে ভারত সভা হলে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়৷ বক্তব্য রাখেন সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড উমা দেবী, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড নিরঞ্জন নস্কর৷ তিন শতাধিক যুবক–যুবতী উপস্থিত ছিলেন৷ বক্তারা বলেন, দেশে বেকারত্ব গত ৪৫ বছরে সর্বোচ্চ৷ মোদি সরকারের বাজেটে চাকরির কোনও সুনির্দিষ্ট দিশা নেই৷ জয় শ্রীরাম ধ্বনি তুলে বিজেপি রাজ্যে রাজ্যে সংখ্যালঘু নিগ্রহের যে সংসৃক্তি আমদানি করেছে তার তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, জয় শ্রীরাম ধ্বনি তুললে বেকারদের চাকরি হবে? অনাহারে মৃত্যু, বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ হবে? প্রতি চার মিনিটে একজন নারী নির্যাতিতা হচ্ছেন, তা বন্ধ হবে? সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভানেত্রী কমরেড সঙ্গীতা ভক্ত৷ উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড সঞ্জয় বিশ্বাস৷
এই উপলক্ষে সংগঠনের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে ৭–৮ জুলাই কাকদ্বীপের উকিলের হাটে যুবক্যাম্প অনুষ্ঠিত হয়৷ সকল বেকারের কর্মসংস্থান, সরকারের মদ্যপ্রসার নীতি প্রতিরোধ ও অপসংস্কৃতির বিরুদ্ধে ২১ আগস্ট বারুইপুরে যুব সমাবেশের কর্মসূচি নেওয়া হয়৷