পাটের ন্যূনতম সহায়ক মূল্য ১৩ হাজার টাকা কুইন্টালের দাবিতে জেসিআই-এর সর্বভারতীয় দফতরে স্মারকলিপি দিল সারা বাংলা পাটচাষি সংগ্রাম কমিটি। ১৮ জুলাই সংগঠনের এক প্রতিনিধিদল জেসিআই-এর ম্যানেজিং ডাইরেক্টরকে স্মারকলিপি দেন (ছবি)। স্মারকলিপিতে পাট চাষিদের দুরবস্থা উল্লেখ করে বলা হয়, পাটের উৎপাদন খরচ যেখানে কমপক্ষে ৯ হাজার টাকা কুইন্টাল, সেখানে সরকারি সহায়ক মূল্য ৫৩৩৫ টাকা হয় কোন হিসাবে! এ তো বাস্তবে পাট চাষিদের ঋণগ্রস্ত করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া! এ দিন পাট চাষের কুইন্টাল প্রতি উৎপাদন খরচের একটা তালিকা তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আজ পাট চাষিদের চরম সংকটের জন্য দায়ী সরকারি নীতি। পাট চাষ পরিবেশবান্ধব। তাই, বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে পাট চাষের ব্যাপক প্রসার প্রয়োজন। পাট চাষিদের বাঁচাতে সরকারেরঅবিলম্বে উদ্যোগী হওয়া উচিত।