Breaking News

জেলায় জেলায় স্বাস্থ্যকর্মীদের কনভেনশন

বিষ্ণুপুর

বাঁকুড়া : জেলার তিনটি মিউনিসিপ্যালিটির স্বাস্থ্যকর্মীদের নিয়ে কনভেনশন হয় ৩ আগস্ট বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি হলে৷ ১৭ জনের জেলা কমিটি গঠিত হয়৷ কবিতা সাহা সম্পাদিকা ও মাধবী দাস সভাপতি নির্বাচিত হন৷ কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুচেতা কুণ্ডু৷ অন্যান্য জেলার মতো এই জেলাতেও আগামী ১৬ আগস্ট প্রতিটি পৌরসভায় চেয়ারম্যান বা কমিশনারকে দাবিপত্র পেশ করার সিদ্ধান্ত হয়৷ পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের দাবি অবসরের বয়সসীমা পঁয়ষট্টি করা, পি এফ, গ্র্যাচুইটি, পেনশন চালু, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম কাজে সম বেতন ও ন‍্যূনতম বেতন ১৮০০০ টাকা করতে হবে৷

বহরমপুর

মুর্শিদাবাদ : ২১ জুলাই মুর্শিদাবাদের বহরমপুর ক্ষুদিরাম পাঠাগার সভা কক্ষে পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কর্মী ইউনিয়নের ডাকে এক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বহরমপুর, জঙ্গিপুর, কান্দি, ধূলিয়ান প্রমুখ পাঁচটি পৌরসভার স্বাস্থ্যকর্মীরা এই কনভেনশনে উপস্থিত হন৷ ২১ জুলাই রাজ্য সরকারের রাজনৈতিক সমাবেশে আসার হুমকি উপেক্ষা করেই এই কনভেনশনে কর্মীরা এসেছিলেন৷ কনভেনশনে ২৫ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়৷ উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সুচেতা কুণ্ডু ও যুগ্ম সম্পাদক পৌলমি করঞ্জাই ও অন্যান্য নেতৃবৃন্দ৷

(গণদাবী : ৭২ বর্ষ ২ সংখ্যা)