বাঁকুড়া : ২১ অক্টোবর বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে দলের বাঁকুড়া জেলা সম্মেলন শুরু হয়৷ প্রধান বক্তা ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মানব বেরা৷ উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কমরেড নারায়ণ অধিকারী৷ ওই দিন সন্ধ্যার পর থেকেই প্রতিনিধি অধিবেশন শুরু হয়, চলে ২২ অক্টোবর সারাদিন৷ কমরেড জয়দেব পালকে পুনরায় সম্পাদক নির্বাচিত করে ১৭ জনের জেলা কমিটি গঠিত হয়৷
হাওড়া : ২৪ অক্টোবর হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলে তৃতীয় হাওড়া জেলা সম্মেলনে রক্তপতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অচিন্ত্য সিনহা৷ জাতীয়, আন্তর্জাতিক দলিল ও সাংগঠনিক প্রস্তাবের উপর অধিকাংশ প্রতিনিধি অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেন ও সংযোজনী দেন৷ রাজ্য কমিটির সদস্য কমরেড সঞ্জিত বিশ্বাস বক্তব্য রাখেন৷ এরপর কমরেড অচিন্ত্য সিংহ তৃতীয় পার্টি কংগ্রেসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন৷ কমরেড সৌমিত্র সেনগুপ্তকে সম্পাদক করে ছয়জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷
(৭১ বর্ষ ১২ সংখ্যা ২ – ৮ নভেম্বর, ২০১৮)