জলপাইগুড়ি : নির্বাচনসর্বস্ব দুষ্ট রাজনীতি ও ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির চক্রান্ত পরাস্ত করতে, জনজীবনে পুঁজিবাদ সৃষ্ট সংকট সমাধানের দাবিতে লাগাতার আন্দোলনকে দুর্বার করতে ৩০ সেপ্টেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের জলপাইগুড়ি জেলার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু৷ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অচিন্ত্য সিনহা, রাজ্য কমিটির সদস্য কমরেড নভেন্দু পাল উপস্থিত ছিলেন৷ সম্মেলন থেকে কমরেড তপন ভৌমিককে জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১৭ জনের জেলা কমিটি গঠিত হয়৷
মুর্শিদাবাদ : ১–২ অক্টোবর এসইউসিআই (সি)–র মুর্শিদাবাদ জেলা কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ভগবানগোলা হাইস্কুলে কমরেড শিবপূজন সোনার মঞ্চে৷ সম্মেলনে সর্বসম্মতিক্রমে কমরেড সাধন রায়কে সম্পাদক করে ২৮ জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷ উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু সহ অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ৷
উত্তর দিনাজপুর : ২৯ সেপ্টেম্বর রায়গঞ্জে এস ইউ সি আই (সি) দ্বিতীয় উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপন ঘোষাল এবং কমরেড শংকর ঘোষ৷
কমরেড দুলাল রাজবংশীকে সম্পাদক করে সাত জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷ প্রতিনিধি অধিবেশনে বক্তব্য রাখেন কমরেড স্বপন ঘোষাল৷
পূর্ব বর্ধমান: ২৫ সেপ্টেম্বর বর্ধমান শহরের জাগরী হলে পূর্ব বর্ধমান জেলার প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কমরেড অনিরুদ্ধ কুণ্ডুকে সম্পাদক করে ১১ জনের জেলা সংগঠনী কমিটি গঠিত হয়৷
(৭১ বর্ষ ১১ সংখ্যা ১২ – ১৮ অক্টোবর, ২০১৮)