জেলায় জেলায় পরিচারিকারা আন্দোলনে

 কোচবিহার : ২৪ মার্চ কোচবিহার জেলাশাসক দপ্তরে সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়৷ পরিচারিকাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ইত্যাদি সামাজিক সুরক্ষার পাশাপাশি তাঁরা দাবি করেন পরিচারিকাদের বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব সরকারকে নিতে হবে৷

দার্জিলিং : পরিচারিকাদের বিরুদ্ধে তুচ্ছ কারণে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু বন্ধ, শিলিগুড়িতে এক পরিচালিকার শ্লীলতাহানি ও মারাত্মক আক্রমণে অভিযুক্ত গৃহকর্তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, আহত পরিচারিকাকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রভৃতি দাবিতে সারা বাংলা পরিচারিকা সমিতির দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়৷

মহিষাদল

পূর্ব মেদিনীপুর : মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে সারা বাংলা পরিচারিকা সমিতির প্রথম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় ১ এপ্রিল৷ শ্রমিকের স্বীকৃতি, কাজ অনুযায়ী মজুরি, সাপ্তাহিক ছুটি, বিনামূল্যে শিক্ষা–স্বাস্থ্যের সরকারি গ্যারান্টি, পেনশন, প্রভিডেন্ট ফান্ড সহ আট দফা দাবিতে সম্মেলনে প্রতিনিধিরা আলোচনা করেন৷ সমিতির জেলা সভানেত্রী জয়শ্রী চক্রবর্তী, জেলা নেত্রী অসীমা পাহাড়ি পরিচারিকাদের কঠোর জীবনের দুর্গতি ও দাবিগুলি তুলে ধরেন৷ এলাকার প্রাক্তন মেডিকেল অফিসার শচীনন্দন অধিকারী উপস্থিত ছিলেন৷ কানন কালিকে সভানেত্রী, বিত্রা দাস ও শোভা ভৌমিককে যুগ্ম সম্পাদিকা নির্বাচিত করে ১০ জনের ব্লক কমিটি গঠিত হয়৷ পরিচারিকাদের দাবিকে সমর্থন জানানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয় সম্মেলন থেকে৷

70 Year 34 Issue13 April, 2018