জেলায় জেলায় কৃষক বিক্ষোভ

বীরভূম : অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের পক্ষ থেকে ৩১আগস্ট ডি এম দপ্তরে বিক্ষোভ দেখানো হয়৷ জেলার বিভিন্ন স্থান থেকে আগত কৃষকরা মিছিল করে সিউড়ি শহর পরিক্রমা করে ৷ বক্তব্য রাখেন কমরেড স্বাধীন দলুই৷ কমরেডস বাগাল মার্ডি ও কমরেড সুবর্ণ মালের নেতৃত্বে পাঁচ জনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের নিকট দাবিপত্র প্রদান করে৷

পশ্চিম বর্ধমান : জেলার লাউদোহা ব্লকে অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের পক্ষ থেকে ৬ সেপ্টেম্বর বিডিও এবং কৃষি আধিকারিকের কাছে দাবিপত্র পেশ করা হয়৷ চাষ না হওয়ায় খরা ঘোষণা, চাষের জমিতে সেচের উপযুক্ত ব্যবস্থা, মিউটেশন ফি অবিলম্বে বাতিল, জবকার্ড হোল্ডারদের ২০০ দিনের কাজ ও দৈনিক ৩০০ টাকা মজুরি, খেতমজুরদের সারা বছরের কাজ সহ ৮ দফা দাবিতে কৃষকরা বিক্ষোভ দেখায়৷ দুই শতাধিক চাষি বিক্ষোভে যোগ দেন৷ বিডিও অফিসের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমরেডস ইন্তেয়াজ হোসেন ও প্রভাতী গোস্বামী৷ বিডিও এবং কৃষি আধিকারিকের কাছে দাবিপত্র পেশ করেন জেলা ইনচার্জ কমরেড দনা গোস্বামী, ব্লক সম্পাদক সৈয়দ আব্দুল জলিল,  রাখহরি রুইদাস,  গঙ্গাদুলাল গঁড়াই সহ ৬ জনের এক প্রতিনিধি দল৷

বাঁকুড়া : ৩১আগস্ট অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের ডাকে ডি এম দপ্তরের বিক্ষোভ দেখানো হয়৷ খরা প্রতিরোধে স্থায়ী সেচ, সস্তায় চাষিদের সার বীজ কীটনাশক ডিজেল বিদ্যুৎ সরবরাহ,  ফসলের লাভজনক দাম, জবকার্ড হোল্ডারদের ২০০ দিন কাজ ও দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে চাষিরা জমা হলে পুলিশ বাধা দেয়৷ দু’ঘণ্ঢার বেশি বিক্ষোভ চলে৷ নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেডস তারাশঙ্কর গোপ, সভাপতি দিলীপ কুণ্ডু, জেলার অন্যতম সদস্য বিদ্যুৎ সিট ও জাপানি পরামাণিক৷

উত্তর ২৪ পরগণা
হলদিবাড়ি
পুরুলিয়া

 

 

(৭১ বর্ষ ৭ সংখ্যা ১৪ সেপ্টেম্বর, ২০১৮)