
দার্জিলিং: ঐতিহাসিক মে দিবস উপলক্ষে ১ মে দার্জিলিং জেলার বিভিন্ন সেক্টর এবং এআইইউটিইউসি-র জেলা কার্যালয়ে সভা হয়। ভ্যানচালক, আরবান আশাকর্মী, রুরাল আশাকর্মী, বিড়ি-শ্রমিক, পিটিএস, চা-বাগান ইউনিয়ন, পরিচারিকা ইউনিয়ন, পেপার মিল, ইটভাটা, মোটরভ্যান, টোটোচালক কর্মীরা মে দিবস পালন করেন।
কোর্ট মোড়ের সভায় শহিদ বেদিতে মাল্যদান করেন এআইইউটিইউসি-র প্রাক্তন সভাপতি কমরেড গৌতম ভট্টাচার্য। পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক জয় লোধ। জেলা সভাপতি কমরেড দেবাশীষ শর্মা হাঁসখাওয়া চা-বাগানে উপস্থিত ছিলেন। এছাড়া ঘোষপুকুরে উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ কমরেড কৌশিক দত্ত। আগামী ২০ মে সারা ভারত ধর্মঘটের সমর্থনে শিলিগুড়ি শহরে মিছিল হয়।
সিকিমঃ সিকিমের সিংতামে নেপালি ধর্মশালায় এআইইউটিইউসি-র উদ্যোগে মে দিবস উদযাপিত হয়। এ আই ইউ টি ইউ সি এবং এ আই পি এফ অনুমোদিত রঙ্গিতনগর এবং তিস্তা পাঁচ নম্বর জলবিদ্যুৎ কেন্দ্রের ইউনিয়ন ও তিস্তা চার নম্বর জলবিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে ১০০-র অধিক শ্রমিক-কর্মচারী এই সভায় অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন কমরেড প্রেম অধিকারী।
তিস্তা পাঁচ নম্বর জলবিদ্যুৎ প্রকল্প থেকে কমরেড ভূমিপ্রসাদ ঢাকাল, রঙ্গিতনগর বিদ্যুৎ কেন্দ্র থেকে কমরেড কমল ছেত্রী বক্তব্য রাখেন। সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় সহ সভাপতি সৌরভ মুখার্জী বক্তব্য রাখেন। সমগ্র সিকিমকে কার্যত একটি এসইজেড-এ পরিণত করে কী ভাবে শ্রমিক-কর্মচারীদের প্রচলিত শ্রম-আইনের নূ্যনতম সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, সে প্রসঙ্গে তিনি আলোচনা করেন।
এআইইউটিইউসি-র সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য এবং পাওয়ারমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড সমর সিনহা তাঁর বক্তব্যে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের উপরে ক্রমবর্ধমান আক্রমণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিশেষে প্রশাসনের নানাবিধ বাধাকে উপেক্ষা করে মে দিবসের সভাকে সফল করার জন্য কমরেড জংবাহাদুর ছেত্রী ধন্যবাদসূচক বক্তব্য রাখেন।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত