দার্জিলিং: মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ জন্মশতবর্ষে ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক-বনিক শিক্ষার অধিকার রক্ষায়, রাজ্য জুডে ৮২০৭টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত এবং নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল সহ ৬ দফা দাবিতে জিটিএস ক্লাব হলে ১৬ মার্চ অনুষ্ঠিত এআইডিএসও-র নবম দার্জিলিং জেলা ছাত্র সম্মেলন হয়৷ উদ্বোধনী বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি)-র দার্জিলিং জেলা সম্পাদক কমরেড গৌতম ভট্টাচার্য৷ বক্তব্য রাখেন এআইডিএসও-র রাজ্য সভাপতি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক, সংগঠনের বিহার রাজ্য সম্পাদক কমরেড বিজয় কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় এবং রাজ্য সহসভাপতি ডাঃ সামস মুসাফির৷ সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ অপূর্ব মণ্ডল৷ সম্মেলন থেকে কমরেড সঞ্জয় দাসকে সম্পাদক ও কমরেড কল্লোল বাগচিকে সভাপতি করে ৪৪ জনের জেলা কমিটি ও ৯৫ জনের জেলা কাউন্সিল তৈরি হয়৷ শিক্ষা-সংস্কৃতি-মনুষত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার শপথ নেয় নতুন কমিটি৷
বাঁকুড়াঃ ১২ মার্চ বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল এআইডিএসও-র সপ্তম জেলা ছাত্র সম্মেলন৷
এসইউসিআই(সি)-র বাঁকুড়া জেলা সম্পাদক কমরেড জয়দেব পালের উদ্বোধনী ভাষণের পর মূল প্রস্তাব সহ অন্যান্য প্রস্তাব নিয়ে ছাত্র প্রতিনিধিরা আলোচনা করেন৷ বক্তব্য রাখেন এআইডিএসও-র রাজ্য সহ-সভাপতি কমরেড বিকাশরঞ্জন কুমার৷ সর্বশেষে বক্তব্য রাখেন এআইডিএসও-র রাজ্য সভাপতি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক৷ উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুস্মিতা মণ্ডল৷
সম্মেলন থেকে কমরেড জিৎ চট্টরাজকে সভাপতি, কমরেড তন্ময় মণ্ডলকে সম্পাদক, কমরেড শ্রীকান্ত মণ্ডলকে সহসভাপতি, কমরেড রাজেন্দ্র মণ্ডলকে কোষাধ্যক্ষ করে ১৮ জনের জেলা কমিটি সহ ৬০ জনের জেলা কাউন্সিল গঠিত হয়৷