অল ইন্ডিয়া অ্যান্টি–ইম্পিরিয়ালিস্ট ফোরামের সহসভাপতি কমরেড মানিক মুখার্জী ১৫ মে নিম্নলিখিত বিবৃতি দিয়েছেন :
আন্তর্জাতিক আইন সম্পূর্ণ লঙঘন করে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা করছে অল ইন্ডিয়া অ্যান্টি–ইম্পিরিয়ালিস্ট ফোরাম৷ ইতিপূর্বেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা করেছিলেন, এই ঘটনায় তাতে সিলমোহর পড়ল৷ রাষ্ট্রসংঘ ১৯৪৭ সালের প্রস্তাবে স্পষ্ট ভাষায় জেরুজালেমকে আন্তর্জাতিক স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছিল৷ ট্রাম্পের ওই পূর্বঘোষণা অধিকাংশ রাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছিল এবং রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বিপুল সমর্থনে আমেরিকার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব গৃহীত হয়েছিল৷ নিরাপত্তা পরিষদে সেই নিন্দাপ্রস্তাবে ভেটো দিয়েছিল আমেরিকা৷
১৯৪৮ সালে ইজরায়েলের জন্মলগ্নটি চিহ্ণিত হয়ে আছে আরব রাষ্ট্রগুলির সঙ্গে যুদ্ধের ঘটনায়৷ যার মধ্য দিয়ে ইজরায়েল বেআইনিভাবে পশ্চিম জেরুজালেমকে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়৷ ১৯৬৭–র যুদ্ধের পর ইজরায়েল পূর্ব জেরুজালেমও দখল করে এবং ১৯৮০ সালে আন্তর্জাতিক আইন ভেঙে তথাকথিত ‘ঐক্যবদ্ধ ও সম্পূর্ণ’ জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করে৷ কিন্তু অধিকাংশ রাষ্ট্রই জেরুজালেমের উপর ইজরায়েলের সার্বভৌমত্বকে মান্যতা দেয়নি এবং এভাবে আন্তর্জাতিক আইন ভাঙার জন্য ইজরায়েলের নিন্দা করে রাষ্ট্রসংঘে অসংখ্য প্রস্তাব পাশ হয়৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির মদতপুষ্ট ইজরায়েল সে সবে কান দেয়নি৷ প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা জেরুজালেমের আন্তর্জাতিক স্থান হিসাবে স্বীকৃতি এবং আলাপ–আলোচনার মাধ্যমে ইজরায়েল–প্যালেস্টাইন দ্বন্দ্ব মেটানোর পথে বাধা সৃষ্টি করবে৷ ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্টিনীয় জনগণ আমেরিকার এই অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন৷ জবাবে ইজরায়েল বিক্ষোভকারীদের উপর যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও বন্দুক নিয়ে বর্বর আক্রমণ চালিয়েছে৷ ইতিমধ্যে গাজা সীমান্তে একদিনেই ৫৫ জনের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছেন৷ কিন্তু এতে হতোদ্যম না হয়ে অধিকার রক্ষার লড়াইয়ে প্যালেস্টিনীয়রা সপরিবারে সামিল হয়েছেন৷
অল ইন্ডিয়া অ্যান্টি–ইম্পিরিয়ালিস্ট ফোরাম ন্যায়সংগত দাবিতে সংগ্রামরত প্যালেস্টিনীয় জনগণের প্রতি সংহতি জানাচ্ছে এবং মহিলা–শিশু সহ বিক্ষোভরত প্যালেস্টিনীয়দের উপর ইজরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা করছে৷ প্যালেস্টাইনের জনগণের উপর আমেরিকা সহ সাম্রাজ্যবাদী দেশগুলির মদতপুষ্ট ইজরায়েলের আক্রমণের প্রতিবাদ জানাতে বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি৷ জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী গণ্য করা চলবে না৷
(৭০ বর্ষ ৪০ সংখ্যা ২৫ মে, ২০১৮)