জামিন পেলেন না শান্তিপূর্ণ আন্দোলনকারীরা

কোচবিহার। ১৬ আগস্ট

১৬ আগস্ট সারা বাংলা ধর্মঘটের দিন প্রতিটি জেলাতেই প্রচার মিছিলে হামলা চালিয়ে দলের কর্মী-সমর্থকদের গ্রেফতার করে তৃণমূল সরকারের পুলিশ। পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার হন ১৪ জন, যাঁদের মধ্যে দু’জন মহিলা। থানায় নিয়ে যাওয়ার পর আইসি এঁদের বেশ কয়েকজনকে মারধর করেন। রাতের মধ্যে দুই মহিলা কর্মীকে ছেড়ে দিলেও পুলিশ বাকি ১২ জনকে আটকে রাখে। তাঁদের বিরুদ্ধে নানা মিথ্যা কেস দেয়। তিনদিন পর ১৯ আগস্ট তাঁদের কোর্টে তোলা হলে আদালতের প্রবীণ আইনজীবীরা সহ অধিকাংশ আইনজীবী একযোগে এঁদের মুক্তির দাবিতে সরব হলে বিচারপতি তাঁদের মুক্তির নির্দেশ দেন।

ধর্মঘটের দিন জলপাইগুড়ি জেলার ৩০ জন কর্মী-সমর্থককে গ্রেফতার করে পুলিশ। ষাটোর্ধ্বদের রাতের মধ্যে ছেড়ে দিলেও ২২ জনকে তারা আটকে রাখে। আটক কর্মীদের বিরুদ্ধে অনেকগুলি মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশ। নিম্ন আদালতে তোলা হলে সেখানে তাঁদের জামিন দেওয়া হয়নি। ১৯ আগস্ট এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই ২২ জন ছাড়া পাননি। দলের পক্ষ থেকে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।