অল ইন্ডিয়া ডি এস ও–র পক্ষ থেকে সর্বনাশা জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে ২–৮ আগস্ট সারা ভারত প্রতিবাদ সপ্তাহের অঙ্গ হিসেবে সংগঠনের কোচবিহার শহর লোকাল কমিটির পক্ষ থেকে ৩ আগস্ট কাছারি মোড়, হরিশপাল চৌপথি এবং এ এল দাস মোড়ে বিক্ষোভ সভা হয়৷ বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আসিফ আলম সহ অন্যরা৷ সকলেই এই শিক্ষানীতির সর্বনাশা দিকগুলি তুলে ধরেন৷
অতিমারি পরিস্থিতির সুযোগ নিয়ে অগণতান্ত্রিক–শিক্ষাস্বার্থ বিরোধী ও শিক্ষার সর্বাত্মক বাণিজ্যিকীকরণের নীল নক্সা জাতীয় শিক্ষা নীতি’২০ প্রণয়নের বিরুদ্ধে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সমস্ত স্কুল–কলেজের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা ও শিক্ষায় যাবতীয় ফি মকুবের দাবি সহ একাধিক দাবিতে ৩০ জুলাই কোচবিহারে ডি আই অফিসের সামনে বিক্ষোভ ও ডি আই–এর কাছে ডেপুটেশন দেয় ডিএসও৷ কোচবিহার শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও স্থানীয় হরিশপাল চৌপথিতে জাতীয় শিক্ষা নীতি’–র প্রতিলিপি পোড়ানো হয়৷