নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০-র মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে বৃত্তিমূলক শিক্ষা চালু করে শিক্ষার মর্মবস্তুকে ধ্বংস করা, চার বছরের ডিগ্রি কোর্স চালু করা, ১০০ বিদেশি বিশ্ববিদ্যালয়কে এদেশে ব্যবসা করার অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষার সর্বাত্মক বেসরকারিকরণ ও প্রাণসত্তা ধ্বংসকারী এই নীতি বাতিলের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে দেশজুড়ে প্রতিবাদ চলছে। ২৬ ফেব্রুয়ারি কমিটির তমলুক শাখা রাষ্ট্রপতির উদ্দেশে দাবিপত্রে স্বাক্ষর সংগ্রহ করে।
তমলুকের মানিকতলা মোড়ে এই গণস্বাক্ষর কর্মসূচি চলে। উপস্থিত ছিলেন সেভ এডুকেশন কমিটির অন্যতম সদস্য পূর্ণ চন্দ্র সামন্ত, বাসুদেব দাস, তপন জানা, সুমিত কুমার রাউত, সিদ্ধার্থশঙ্কর রায় প্রমুখ।