নয়া জাতীয় শিক্ষানীতি ও রাজ্য শিক্ষানীতি বাতিলের দাবিতে বোটানিকাল-গার্ডেন আঞ্চলিক শিক্ষা কনভেনশন ১৬ ডিসেম্বর হাওড়ার শিবপুর এসএসপিএস বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৭০ জন বিশিষ্ট মানুষ ও অভিভাবকদের উপস্থিতি এবং তথ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে কনভেনশন অত্যন্ত মনোগ্রাহী হয়ে ওঠে। মূল আলোচক অরিন্দম মৈত্র প্রাঞ্জল বক্তব্যের মধ্য দিয়ে দুই শিক্ষানীতির সর্বনাশা আক্রমণ তুলে ধরেন। সভাপতি জয়ন্ত প্রসাদ গুপ্তের আলোচনা সকলকে ঋদ্ধ করে। আনিসুল করিমকে সভাপতি এবং সুরপতি প্রধান ও সন্তু মণ্ডলকে যুগ্ম-সম্পাদক নির্বাচিত করে বোটানিকাল গার্ডেন আঞ্চলিক সেভ এডুকেশন কমিটি গঠিত হয়।