ঘাটাল মাস্টার প্ল্যান সম্প্রতি কেন্দ্রীয় ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পেয়েছে। রাজ্যের সেচদপ্তর অবৈধ নির্মাণ চিহ্নিতকরণের কাজও শুরু করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার প্রকল্পটির ৬০ শতাংশ ও রাজ্য সরকার ৪০ শতাংশ অর্থ দেবে বলে রাজি হলেও কেউই মাস্টার প্ল্যানের জন্য এখনও কোনও অর্থ বরাদ্দ করছে না, উপরন্তু নানা বিভ্রান্তিমূলক অপপ্রচার করে চলেছে। অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক অর্থ বরাদ্দ এবং বর্ষার পরেই মাস্টার প্ল্যানের কাজ শুরুর দাবিতে ১৯ জুলাই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে এলাকার বন্যা ও জলযন্ত্রণাক্লিষ্ট মানুষ ঘাটালে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হন।
দুই শতাধিক মানুষের বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মধুসূদন মান্না, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি, সহ-সভাপতি সত্যসাধন চক্রবর্তী, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা, ঘাটাল-রানিচক নদীবাঁধ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ কাপাস ও কমিটির পাঁশকুড়া শাখার সম্পাদক স্বপন বেরা প্রমুখ।