জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাওয়ার পথে পড়ে কেরারপাড়া হল্টস্টেশন৷ রাতের ট্রেনে সেখানে নামার পরই যাত্রীরা মাতালদের তাণ্ডবের সম্মুখীন হন৷ সমস্ত স্টেশন চত্বরই চলে যায় মাতালদের দখলে৷ মহিলা যাত্রীরা ভয়ে কুঁকড়ে যান৷ আশেপাশের বাড়ির ছাত্রছাত্রীরাও এদের অকথ্য গালিগালাজ, চিৎকার ও চেঁচামেচিতে পড়াশুনা করতে পারে না৷ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে তৈরি হয়েছে নন্দনপুর (কেরারপাড়া হল্ট স্টেশন) মাদক বিরোধী কমিটি৷ মদ নিষিদ্ধ করা, বেআইনি মদ বিক্রেতাদের গ্রেপ্তার করা এবং স্টেশনে পুলিশি টহলদারির দাবিতে আন্দোলনে নেমেছে কমিটি৷ ৩ সেপ্টেম্বর জলপাইগুড়ির আবগারি দপ্তরে স্মারকলিপি দিয়েছে৷