মিড ডে মিল কর্মীদের বারো মাসের বেতন, সরকারি কর্মীর স্বীকৃতি, ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা, অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা সহ ১৩ দফা দাবিতে ৫ মে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সমাজপাড়ার স্টুডেন্ট হেলথ হোমে জলপাইগুড়ি সদর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। মূল প্রস্তাব পাঠ করেন শীলা পাল। বক্তব্য রাখেন মমতা রজক, কাকলি রায় সহ আরও অনেকেই। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা নীলাঞ্জনা কর এবং এআইইউটিইউসি-র জেলা সভাপতি জীবন সরকার। দাবিগুলি নিয়ে ১৭ জুন হাজার হাজার মিড ডে মিল কর্মীদের নবান্ন অভিযানের আহ্বান জানানো হয়। শীলা পালকে সম্পাদিকা এবং মমতা রজককে সভাপতি করে মোট ৪০ জনের কমিটি গঠিত হয়। সম্মেলনের শেষে একটি সুসজ্জিত মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করে।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত