দক্ষিণ ২৪ পরগণায় ক্যানিং-পূর্ব বিধানসভার তিনটি বাজার সুন্দিয়া, চন্দনেশ্বর ও বোদরায় ১২ মে এস ইউ সি আই (সি)-র় জয়নগর কেন্দ্রের প্রার্থী কমরেড নিরঞ্জন নস্করের উপস্থিতিতে প্রচার ও জনসংযোগ কর্মসূচি চলছিল।
প্রচারের শেষে প্রার্থী সহ কর্মী-সমর্থকরা শাকসহর বাজারে প্রচারের জন্য যখন যাচ্ছিলেন, তৃণমূল আশ্রিত ৩০-৪০ জন দুষ্কৃতীর বাইক বাহিনী তাদের ঘিরে ধরে। ‘কেন এখানে প্রচারে এসেছিস’– বলে এস ইউ সি আই (সি) কর্মীদের মারধর শুরু করে। দলের কর্মী রেজাউল ঢালীকে মাটিতে ফেলে মারতে থাকে।তাঁর মোবাইল ছিনিয়ে নেয়। দুটি হ্যান্ডমাইক সেটও কেড়ে নেয়। এলাকার প্রবীণ নেতা তপন ঘোষ বাধা দিতে গেলে তাঁর উপরেও তারা চড়াও হয়। একটি মোটরবাইকের চাবি ও হেলমেট কেড়ে নেয়। গোটা ঘটনায় পুলিশের কোনও সাহায্য পাওয়া যায়নি। প্রশাসনের কাছে দলের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে দাবি করা হয়–
অবিলম্বে তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে, ছিনিয়ে নেওয়া জিনিস ফেরতের ব্যবস্থা করতে হবে। এলাকায় সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।