অভয়ার ন্যায়বিচারের দাবিতে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে, জাতীয় শিক্ষানীতি ও তার অনুসারী রাজ্য শিক্ষানীতি বাতিল, শ্রমিকের ন্যায্য মজুরি,কৃষকের ফসলের ন্যায্য মূল্য, সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগের দাবিতে ২১ জানুয়ারি দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কলকাতার হেদুয়া পার্ক থেকে মহামিছিল।মিছিল সফল করার লক্ষ্যে ৮ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগণার সক্রিয় কর্মীদের নিয়ে জয়নগরে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। সভা পরিচালনা করেন দলের পলিটবুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। সভায় রাজ্য এবং জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।