‘হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন’-এর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা শাখাগুলিকে নিয়ে ১১ এপ্রিল জোনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে মিত্র কম্পাউন্ডের এক হলে।
উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দ– সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস, পিএমপিএআই-এর রাজ্য সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি। উপস্থিত ছিলেন সংগঠনের পাঁচটি জেলার নেতৃবৃন্দ এবং ৭০ জন প্রতিনিধি। ওয়ার্কশপে উপস্থিত প্রতিনিধিরা জেলার আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বেসরকারি মালিকদের মুনাফার স্বার্থে সরকারগুলি যখন সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে ক্রমশ বেহাল দশায় ঠেলে দিচ্ছে, তখন সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করার প্রয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ জনস্বাস্থ্য রক্ষা আন্দোলন তীব্রতর করার আহ্বান জানান।
ওয়ার্কশপে অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য রক্ষা আন্দোলনের বিশিষ্ট সংগঠক মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসহায় রোগীদের অত্যন্ত আপনজন পঙ্কজ পাত্র। উপস্থিত ছিলেন দীপক বসু, লক্ষ্মী সরকার প্রমুখ।