বিদ্যুৎশিল্পের সঙ্গে যুক্ত কর্মচারী এবং দেশের বিদ্যুৎগ্রাহকদের প্রবল বিরোধিতা সত্ত্বেও একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে বিদ্যুৎশিল্পের সার্বিক বেসরকারিকরণের লক্ষ্যে ৮ আগস্ট বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২২ সংসদে পেশ করে কেন্দে্রর বিজেপি সরকার। এই দানবীয় বিলের প্রতিবাদে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন-এর ডাকে এ দিনই দেশ জুড়ে কালা দিবস পালিত হয়। প্রতিটি রাজ্যের জনবহুল এলাকাগুলিতে বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। সামিল হন বিপুল সংখ্যায় সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকার নেতৃত্বে এ দিন রাজ্যের সমস্ত জেলার ৩২টি জনবহুল এলাকায় বিক্ষোভ দেখানো হয়। কলকাতার এসপ্ল্যানেডে লেনিন মূর্তি মোড়ে বিলের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সমর সিনহা। উপস্থিত ছিলেন অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস, সভাপতি অনুকূল ভদ্র সহ জেলা নেতৃবৃন্দ।