সংসদের বাদল অধিবেশনে জনবিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২১ যাতে পাশ করানো না হয় সেই দাবিতে ১৯ জুলাই সারা বাংলা দাবি দিবস পালন করল অ্যাবেকা। রাজ্যের প্রায় সমস্ত জেলাতে কোথাও বিলের কপি পুড়িয়ে, সর্বত্র দাবি ব্যাজ পরিয়ে, প্রতিবাদী পথসভা, অটো প্রচার, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন ইত্যাদির মাধ্যমে দাবি দিবস পালন করা হয়। ১৫টি ডিভিশন ম্যানেজারের অফিস সহ সারা রাজ্যেপ্রায় ৬০টি এলাকায় বিক্ষোভ হয়েছে। সাধারণ মানুষ বিলের আক্রমণ শুনে আন্দোলনের প্রতি সমর্থন জানান। ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এক বছরের জন্য বিদ্যুৎ বিল মকুব, গৃহস্থে প্রতি মাসে ১০০ ইউনিট এবং কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া, এলপিএসসি/ ডিপিএসসি এক বছরের জন্য মকুব এবং এলপিএসসি/ডিপিএসসি ব্যাঙ্ক রেটের বেশি না করার দাবি জানানো হয়।