প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও ছাত্রকে কোনও শ্রেণিতে না আটকানোর জন্য রাজ্য সরকারের অতি দ্রুত নির্দেশ জারির প্রেক্ষিতে এস ইউ সি আই(সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য নিম্নলিখিত বিবৃতি দিয়েছেন –
প্রথম শ্রেণি থেকেই পাশ ফেল চালুর দাবিতে গড়ে ওঠা গণআন্দোলন ও জনমতের চাপে বর্তমান কেন্দ্রিয় এবং রাজ্য সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা চালু করার কথা মৌখিকভাবে বললেও বর্তমান শিক্ষাবর্ষে তার কোন সরকারি ঘোষণা করেনি রাজ্য সরকার। আইসিএসই বা সিবিএসই-র মত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরবর্তী শিক্ষাবর্ষ এই সময়ে শুরু হয় না। তা শুরু হবে আগামী 2021 সালের জানুয়ারি মাসে । শিক্ষক অভিভাবক এবং ছাত্রদের মধ্যেও পরবর্তী শ্রেণিতে ওঠা নিয়ে কোনো আশঙ্কা গড়ে ওঠার বাস্তব পরিবেশ সৃষ্টি হয়নি । এর কার্যকারিতা বিচার করার জন্য দীর্ঘ সময় এখনো পড়ে রয়েছে। প্রয়োজনে উপযুক্ত সময়ে তা নিয়ে বিশেষ সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেতে পারত । তা না করে অস্বাভাবিক দ্রুততায় করোনা ভাইরাস আক্রমণ জনিত পরিস্থিতির কারণ দেখিয়ে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোন ছাত্রকে না আটকানোর নির্দেশ বা ঘোষণায় ছাত্রছাত্রীরা সস্তা জনপ্রিয় রাজনীতির বলি হবে এবং তারা যতটুকু শিক্ষা পায় তার বুনিয়াদ ক্ষতিগ্রস্ত হবে। আমরা মনে করি রাজ্য সরকারের এই ঘোষণা একদিকে শিক্ষাস্বার্থের ওপর চরম আঘাত এবং অপরদিকে বাংলার জনমতকে চূড়ান্ত অগ্রাহ্য করার অগণতান্ত্রিক আচরণকেই প্রমাণ করে।”