Breaking News

জনগণকে নিংড়ে নিচ্ছে বিজেপি সরকার–এস ইউ সি আই (কমিউনিস্ট)


রান্নার গ্যাসের দাম আবারও বৃদ্ধির তীব্র প্রতিবাদ করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৭ জুলাই এক বিবৃতিতে বলেন,
প্রতিটি রান্নাঘরকে ধোঁয়ামুক্ত করার যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী, তাঁর সরকারই তাকে প্রহসনে পরিণত করে রান্নার গ্যাসের দাম আবারও ৫০ টাকা বাড়িয়ে দিল। এক সিলিন্ডার গ্যাসের দাম এখন দাঁড়াল ১০৭৯ টাকা। এই দামের বোঝা বহন করা আয় কমে যাওয়া ও চূড়ান্ত মূল্যবৃদ্ধিতে জর্জরিত মানুষের সাধ্যের বাইরে। এই ঘটনা আবারও দেখাল যে, একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার কীভাবে সরকারি ও বেসরকারি তেল কোম্পানিগুলিকে সর্বোচ্চ মুনাফা পাইয়ে দিতে শ্রমজীবী জনগণের শেষ রক্তবিন্দুটুকু নিংড়ে নেয়।
এর তীব্র প্রতিবাদ করে আমরা আবারও বলতে চাই, অবিরত এই অর্থনৈতিক আক্রমণ চলতেই থাকবে যদি না নিপীড়িত মানুষ একজোট হয়ে বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, শক্তিশালী, লাগাতার ও সংগঠিত গণআন্দোলন গড়ে তোলেন।

গণদাবী ৭৪ বর্ষ ৪৭ সংখ্যা ১৫ জুলাই ২০২২