১ সেপ্টেম্বর ১৯৫৯ সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলনের ছাত্র শহিদ দিবস উপলক্ষে এআইডিএসও-র উদ্যোগে কলকাতা সহ গোটা রাজ্যের সমস্ত জেলাতে ছাত্র সমাবেশ এবং ছাত্র বিক্ষোভ মিছিল হয়।
কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে শহিদ বেদি সহ ছাত্র আন্দোলনের সমস্ত শহিদদের স্মৃতিতে নির্মিত বেদিতে মাল্যদান করা হয়। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই কলকাতার বিশাল সমাবেশ সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। জেলার বিভিন্ন প্রান্তের ইউনিটগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখার পরে রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়, জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমান এবং জেলা কোষাধ্যক্ষ কমরেড গৌরাঙ্গ খাটুয়া বক্তব্য রাখেন। শিক্ষাক্ষেত্র ও ছাত্রদের উপর কেন্দ্র ও রাজ্য সরকারের আক্রমণের প্রতিবাদে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার শপথ নেওয়ার মধ্যে দিয়ে সমাবেশের কাজ শেষ হয়।
সমাবেশ শেষে হলদিবাড়ি কলেজে এআইডিএসও কর্মীদের উপর টিএমসিপি-র বর্বর হামলার প্রতিবাদে, জাতীয় শিক্ষানীতি বাতিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রহত্যার দ্রুত তদন্ত, হোস্টেল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে র্যাগিংমুক্ত করার দাবিতে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত ছাত্রমিছিল হয়।