গরিষ্ঠসংখ্যক জনসাধারণকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে গোটা দেশ জুড়ে শিক্ষার পন্যায়নের যে জোয়ার চলছে,সেই পথে হেঁটেই সম্প্রতি বিপুল ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ভারতবর্ষ, এসএএআরকে(সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশন) ভুক্ত দেশ এবং এসএএআরকে বহির্ভূত অন্যান্য দেশের ক্ষেত্রে ফর্ম পূরণ এবং ভর্তির ফি যথাক্রমে দ্বিগুণ,পাঁচগুণ এবং দশগুণ বৃদ্ধি করা হয়৷
এই চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন বিশ্বভারতীর ছাত্রছাত্রী–গবেষকরা৷ বহুবার ডেপুটেশন দেওয়ার পর গত ২১ মে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের সাথে আলোচনায় বসেন৷ দীর্ঘ প্রতীক্ষার পরেও কর্তৃপক্ষের তরফে কোনও সিদ্ধান্ত না জানতে পেরে সুবিচারের আশায় ছাত্রছাত্রীরা রাতভর অবস্থান বিক্ষোভে সামিল হন৷ ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি বিবেচনার পরিবর্তে পরের দিন,২২ মে সকালে রেজিস্ট্রার সহ কিছু শিক্ষক আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর চড়াও হন, এমনকি প্রতিবাদী ছাত্রীদেরও শারীরিক হেনস্থার শিকার হতে হয়৷ অধ্যাপক তথাগত চৌধুরী সহ কয়েকজন শিক্ষক অশ্লীল ভাষায় ছাত্রদের আক্রমণ করেন, ‘এই আন্দোলনে বাংলাদেশের ছাত্রদের থাকা অনুচিত এবং এর পিছনে বাংলাদেশের অবৈধ আর্থিক মদত আছে’ – এহেন সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করতেও শোনা যায় তাদের৷
রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত একটি শিক্ষাপ্রতিষ্ঠান, সর্বস্তরের মেধাবী ছাত্রদের জন্য উচ্চশিক্ষার পথ সুগম করে তোলাই যার লক্ষ্য হওয়া উচিত ছিল, সেখানে এই ধরণের ছাত্রস্বার্থবিরোধী পদক্ষেপ কোনওভাবেই মেনে নেবে না গণতন্ত্রপ্রিয় সাধারণ ছাত্রছাত্রীরা৷ ‘বিশ্বভারতী ছাত্রছাত্রী ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে কর্তৃপক্ষের এই অশিক্ষকসুলভ নিন্দনীয় আচরণ এবং ছাত্র ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টাকে তীব্র ধিক্কার জানানো হয়৷ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের পরিবেশ রক্ষার স্বার্থে দ্রুত বর্ধিত ফি প্রত্যাহার এবং দোষী শিক্ষকদের শাস্তির দাবিও জানান তাঁরা৷