বীরভূমে বোলপুরের পার্শ্ববর্তী মুলুক গ্রামের এক আদিবাসী ছাত্রীর উপর বিপুল টাকার মালিক এবং নানা অসামাজিক কাজের সাথে যুক্ত টিএমসি-র এক পঞ্চায়েত সদস্য ও তার কয়েকজন শাগরেদ দীর্ঘদিন ধরে পাশবিক অত্যাচার চালিয়ে আসছিল। পরিণামে মেয়েটি মরণাপন্ন হয়ে পড়ে। তাকে পিজি হাসপাতালে ভর্তি করতে হয়। এস ইউ সি আই (সি)-র বোলপুর লোকাল কমিটির পক্ষ থেকে কয়েকজন ওই নির্যাতিতার বাড়িতে যান এবং ভয়ঙ্কর ঘটনাটি শোনেন। ঘৃণ্য অপরাধীদের কঠোর শাস্তি এবং নির্যাতিতার উপযুক্ত চিকিৎসা ও অন্যান্য দাবিতে দলের পক্ষ থেকে বোলপুর থানায় বিক্ষোভ দেখানো হয়। অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক বিসম্বর মুড়া এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি দাবি জানান, নির্যাতিতা তরুণীর চিকিৎসা ও স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাঁর সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে।