আসামের নগাঁও জেলার ধিং-এ ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ফেলে যায় দুষ্কৃতীরা ২২ আগস্ট সন্ধ্যায়। মেয়েটি নগাঁও মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এর বিরুদ্ধে সমগ্র আসামের ছাত্রছাত্রী, মহিলা, যুবক-যুবতী সহ সর্বস্তরের সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। ২৩ আগস্ট এ আই ডি এস ও, এ আই এম এস এস এবং এ আই ডি ওয়াই ও উলুবাড়িতে বিক্ষোভ দেখায়।
২৫ আগস্ট ছাত্রছাত্রী, মহিলা এবং প্রতিবাদী মানুষ সমবেত হয়ে গুয়াহাটির বীরুবাড়িতে মোমবাতি মিছিল করেন। প্রতিবাদীরা ধিং সহ রাজ্যের বিভিন্ন স্থানে ধর্ষণের সঙ্গে যুক্ত অপরাধীদের ফাঁসির দাবি সহ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নারীহত্যা-ধর্ষণ বন্ধ করা, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে মহিলাদের উপরে সংগঠিত হওয়া সব ধরনের নির্যাতনের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, ধর্ষণের মতো মর্মান্তিক ঘটনাকে নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান।