ছাত্রীদের উপর মেদিনীপুরে কোতোয়ালি মহিলা থানার পুলিশ ৩ মার্চ যে নির্মম অত্যাচার চালিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে লিগ্যাল সার্ভিস সেন্টার। ১২ মার্চ সংগঠনের রাজ্য সম্পাদক, হাইকোর্টের আইনজীবী কার্তিক কুমার রায়ের নেতৃত্বে সহ-সভাপতি অবনী ঘোষ, অফিস সম্পাদক জায়েদ হোসেন, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বাপীন বৈদ্য (কলকাতা হাইকোর্ট), সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেশ গুপ্ত (আলিপুর পুলিশ কোর্ট) এর প্রতিবাদে রাজ্যের ডিআইজি সহ প্রশাসনিক কর্তাদের ডেপুটেশন দেন। বিভিন্ন কোর্ট থেকে ডিএম, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, জনজাতি কমিশনে গণ-ইমেল করে এবং মিছিল ও পোস্টারের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।