তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট রেজাল্ট বিপর্যয় ইতিমধ্যেই তরতাজা ২৪টি প্রাণ কেড়ে নিয়েছে৷ ২ মে হায়দরাবাদে এক সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির হায়দরাবাদ শাখার সভাপতি অধ্যাপক পি এল বিশ্বেশ্বর রাও ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচারের দাবি তোলেন৷ কমিটির মতে, রাজ্যের ইন্টারমিডিয়েট এডুকেশন (একাদশ–দ্বাদশ) বোর্ড কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতিতেই ছাত্রদের এই মর্মান্তিক পরিণামের শিকার হতে হচ্ছে৷
২৫ এপ্রিল প্রকাশিত হয়েছিল রেজাল্ট৷ আশ্চর্যজনক ভাবে দেখা যায় তাতে ব্যাপক ভুলভ্রান্তি৷ ছাত্ররা হতবাক হয়ে যায় কর্তৃপক্ষের এহেন দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের নমুনা দেখে৷ প্রকাশিত তালিকায় শত শত ছাত্রকে অনুপস্থিত হিসাবে দেখানো হয়েছে৷ অথচ, যাদের ‘অনুপস্থিত’ বলা হয়েছে বাস্তবে তারা প্রত্যেকেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষা দিয়েছিল৷ শুধু এই নয়, ইন্টারমিডিয়েটে প্রথম বর্ষের এক ছাত্র, দশম শ্রেণির পরীক্ষায় যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল তাকে তেলুগু বিষয়ে শূন্য দেওয়া হয়েছে, যা কোনও ভাবেই সম্ভব নয়৷
বোর্ড কর্তৃপক্ষ ‘গ্লোবারেনা টেকনোলজিস’ নামে এক কোম্পানিকে রেজাল্ট তৈরি ও ট্যাবুলেশনের দায়িত্ব দিয়েছিল৷ দেখা যাচ্ছে, মোট ৯.৭৪ লক্ষ ছাত্রের মধ্যে ৩.২৮ লক্ষ ছাত্রই ফেল করেছে৷ এ হেন রেজাল্ট বিপর্যয়ের পরিণামে ২৪ জন ছাত্র আত্মহত্যা করেছে৷ এর বিরুদ্ধে ছাত্রছাত্রী–অভিভাবক বিক্ষোভে সামিল হয়েছে৷ এই ক্ষমাহীন অবহেলাকে ধিক্কার জানাচ্ছে সকলে৷ সমস্যার দ্রুত সমাধানের জন্য ২৯ এপ্রিল ছাত্র সংগঠন অল ইণ্ডিয়া ডিএসও–র নেতৃত্বে বিক্ষোভ–আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছিল৷ তারা দাবি করেছে, আত্মঘাতী প্রত্যেক ছাত্রের অভিভাবককে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ শিক্ষার বেসরকারিকরণ এবং ভাড়াটে সংস্থাকে দিয়ে খাতা দেখানো বন্ধ করতে হবে এবং রেজাল্ট বিপর্যয়ে দোষীদের যথপোযুক্ত শাস্তি দিতে হবে৷ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষে বলা হয়েছে, যেভাবে নানা কাণ্ডজ্ঞানহীন ভুঁইফোড় ভাড়াটে সংস্থাকে দিয়ে ছাত্রদের উত্তরপত্র মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার চেষ্টা হচ্ছে, তাতে এই ভয়ঙ্কর পরিণাম বারবার ঘটবেই৷
যারা বলেন, বেসরকারিকরণ করা হলে শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটবে, তারা এই এতগুলি ছাত্রের মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? এটা কি নিছক কোনও একটি সংস্থার কয়েকজন ব্যক্তির গাফিলতি? তলিয়ে দেখলে সকলেই বুঝবে, আসলে এ হল শিক্ষা সম্পর্কে শাসকশ্রেণির দৃষ্টিভঙ্গির অনিবার্য পরিণাম৷