Breaking News

ছাত্রদের উপর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদ

রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ছাড়া অন্য কর্মসূচিতে স্কুলছাত্রদের অংশগ্রহণ করায় পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এস ইউ সি আই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৪ আগস্ট এক বিবৃতিতে বলেন,

শিক্ষা দপ্তরের কর্মসূচি ছাড়া স্কুলছাত্রদের অন্য কোনও কর্মসূচিতে অংশগ্রহণের বিরুদ্ধে রাজ্যের মুখ্যসচিব জেলাশাসকদের যে নির্দেশ জারি করার ফতোয়া দিয়েছেন আমরা তার তীব্র বিরোধিতা করছি। এই সার্কুলার ১৯০৫ সালের কুখ্যাত কার্লাইল সার্কুলারের কথাই স্মরণ করিয়ে দেয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ আটকাতে ব্রিটিশ সরকারের বাংলার সচিব কার্লাইল এমন সার্কুলার জারি করেছিলেন এবং তার বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের যোদ্ধারা তীব্র প্রতিবাদ করেছিলেন। আজ তৃণমূল কংগ্রেস সরকারও আর জি কর হাসপাতালের ডাক্তার-ছাত্রীর নারকীয় ধর্ষণ-খুনের ন্যায়বিচারের দাবিতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর প্রতিবাদ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বন্ধ করতে তেমন নির্দেশই জারি করেছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সর্বনাশা জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গেও চালু করার জন্য তৃণমূল কংগ্রেস সরকার যে অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে শক্তিশালী ছাত্র তথা শিক্ষা আন্দোলন গড়ে উঠছে। আগামী দিনে এই আন্দোলনের বিরুদ্ধেও এই সার্কুলার প্রয়োগ করা হবে বলেই আশঙ্কা। উল্লেখ্য, বিগত সরকারের প্রাথমিক স্তর থেকে ইংরাজি ও পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার বিরুদ্ধে ছাত্ররাই প্রথম আন্দোলন গড়ে তুলেছিলেন। আমরা অবিলম্বে রাজ্য সরকারের এই কালা-নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।