Breaking News

ছত্তিশগড়ে ছাত্র বিক্ষোভ

কলেজগুলিকে ‘অটোনমাস’ না করা, সেমেস্টার প্রথা প্রত্যাহার সহ সরকার কর্তৃক শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ এবং শিক্ষা খাতে কেন্দ্রীয় বাজেটের ১০ শতাংশ ও রাজ্য বাজেটের ৩০ শতাংশ বরাদ্দ ইত্যাদি দাবিতে ২৪ ফেব্রুয়ারি ছত্তিশগড়ে বিলাসপুরের রাজীব গান্ধী চকে এআইডিএসও-র আহ্বানে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। নেহেরু চক পর্যন্ত মিছিল হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রবীণ শর্মা, রাজ্য সম্পাদক জৈনপাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন সংগঠনের বিলাসপুর জেলা সভাপতি ত্রিলোচন সাহু, সম্পাদক সুরজ সাহু প্রমুখ।